হাটহাজারীতে একদিনে দুই লাশ উদ্ধার

2

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জরুরি সেবা ৯৯৯- এ ফোন পেয়ে জঙ্গল থেকে এক নারীর অর্ধগলিত পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ১৯ বছর হবে বলে জানায় মডের থানা পুলিশ। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে মহাসড়কের ওপর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) ক্ষতবিক্ষত মরদেহও উদ্ধার করে পুলিশ।
গত বুধবার রাতে উপজেলার চিকনদনন্ডী ইউনিয়নের ছড়ারকুল বালুরটাল এলাকার রেললাইন থেকে কিছুটা দূরে জঙ্গলে পড়ে থাকে নারীর পোড়া লাশটি। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গলে পোড়ানো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা সরকারি জরুরি সেবা ৯৯৯ কল দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক উনু মং মারমা জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। তবে পরিচয় পাওয়া যায়নি। নারীকে এমনভাবে পুড়িয়ে ফেলা হয়েছে তার চেহারাটাও বুঝা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে হয়তো তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া ইজতেমা মাঠসংলগ্ন এলাকায় বৃদ্ধের ক্ষতবিক্ষত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ও নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন লাশ দু’টি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তারা।