হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীর চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উদ্ধার করা অজ্ঞতানামা লাশের পরিচয় মিলেছে। ওই যুবক বোয়ালখালী উপজেলার সাজ্জাদ হোসেন পারভেজ (২৫) প্রকাশ লেদু’র বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) উনু মং মারমা। সাজ্জাদ হোসেন পারভেজ (২৫) প্রকাশ লেদু বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন মাস্টার বাড়ির আহাম্মদ নুরের পালক পুত্র।গত বুধবার সকালে বিদ্যালয়ের মাঠ থেকে লাশ উদ্ধারের ঘটনায় থানায় নিহতের বোন সালমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ জনের নাম উল্লেখসহ আরো ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় আসামি মসজিদের ইমাম আব্দুল্লাহ আল নাঈম (১৯) ও মো. মুছা কাজেম (৩৭) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রুপম নাথ।
তিনি জানান, বুধবার সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে তার পরিচয় জানা যায়। এর মধ্যে বুধবার নিহত যুবকের বোন সালমা আক্তার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, ১০ ডিসেম্বর সন্ধ্যার দিকে ফতেপুর ইউনিয়নে একটি মসজিদের ইমামের বাই সাইকেল ও মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধরে গুরুতর আহত হন লেদু। পরদিন সকালে তার লাশ ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পাওয়া যায়। লেদু প্রায় দশ বছর আগে ১৫ বছর বয়সে তার বাবার সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায় বলে জানা গেছে।