হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
২৩ অক্টোবর বিকেল ৫ টায় উক্ত তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ফতেপুরী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সেক্রেটারি জেনারেল জনাব মুহাম্মদ আহসান উল্লাহ।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, আমাদের সমাজ আজ নানা বিভ্রান্তি, মূল্যবোধের অবক্ষয় ও আত্মিক শূন্যতায় ভুগছে। এই অন্ধকার দূর করার একমাত্র পথ-আল্লাহর কালামকে হৃদয়ে স্থান দেওয়া, জীবনে তা প্রয়োগ করা।
মাহফিলে দেশের প্রখ্যাত আলেমে-উলামা, ইসলামিক চিন্তাবিদ ও কারীগণ অংশগ্রহণ করবেন জানিয়ে বক্তারা আরও বলেন, আল-আমিন সংস্থা সর্বদা সমাজকল্যাণ, মানবসেবা ও ইসলামি চেতনা বিকাশে নিবেদিত একটি প্রতিষ্ঠান। আমাদের উদ্দেশ্য কাউকে বিভক্ত করা নয়, বরং সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা-কুরআনের ছায়াতলে একটি নৈতিক, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা সিরাজ উল্লাহ মাদানী, মাওলানা শোয়াইব বিন ইয়াহইয়া, মুফতী মুহাম্মদ, মাওলানা মাহমুদুল হোসাইন, মুফতি নাছির উদ্দিন, মাওলানা হাফেজ উসমান, মাওলানা শফিউল, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা ওজাইর হামিদী, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইশতিয়াক সিদ্দিকী ও মুফতি রাশেদুল্লাহ প্রমুখ।











