হাটহাজারীতে আল্লামা শফীর দোয়া নিলেন ইব্রাহিম বীর প্রতীক

71

হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর দোয়া নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আশিংক বায়েজিদ) আসনের ২০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ। গত শুক্রবার ১৪ ডিসেম্বর রাতে ইব্রাহিম বীর প্রতীক হেফাজত আমীরের দোয়া নিতে তাঁর কার্যালয়ে হাজির হন। তিনি (ইব্রাহিম) প্রায় ৩০ মিনিট সময় হেফাজতে ইসলামের আমীরের পাশে সময় কাটান। এ সময় একে অপরের সাথে ভাব বিনিময় করেন এবং ইব্রাহিম আল্লামা শফির নিকট দোয়া প্রার্থনা করেন। এ সময় হেফাজত আমীরের তনয় মাওলানা আনাস মাদানী, তাঁর ব্যক্তিগত সচিব মাওলানা শফিউল আলম ও মুহাম্মদ জাহেদুল ইসলামসহ আলম-ওলামারা উপস্থিত ছিলেন। কুশল বিনিময়ের পর শেষে হেফাজত আমীর মোনাজাতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার নিকট হাত তুলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন। ইব্রাহিম বীর প্রতীক হেফাজত আমীরের দোয়া নিয়ে প্রায় দেড় ঘণ্টা হাটহাজারী মাদ্রাসার ওলামা-মাশায়েখদের সাথে সাক্ষাৎ করেন।