হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে আম বাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে সৈয়দ মেজবাহ উদ্দিন সামুন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ সৈয়দ কোম্পানির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সামুন ওই এলাকার মৃত সৈয়দ আবুল কাসেমের দ্বিতীয় ছেলে। তিনি দুই সন্তানের জনক। গত কয়েক বছর আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য এসএম মাহবুব আলী সাজু। তিনি জানান, শনিবার দুপুরে দিকে ঘরের পাশের সামুন আম পাড়তে গাছে উঠেন। ওই সময় অসতর্কতাবশত আম গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ রবিবার সকালের দিকে গ্রামের বাড়িতে নিহতের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।