আজ ২৯ ও ৩০ আগস্ট বৃহস্পতি ও শুক্রবার ১নং দক্ষিণ পাহাড়তলী লালিয়ারহাট মাদ্রাসা ও বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ উত্তর জেলার ব্যবস্থাপনায় হিজরী চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ সহ¯্রাধিক গ্রন্থ প্রণেতা আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রহ.)’র ১০৬তম ওফাত বার্ষিকী উপলক্ষে আ’লা হযরত কনফারেন্স খলিফায়ে দরবারে আ’লা হযরত তাজুশ শরীয়া আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।
উক্ত কনফারেন্স সফল করে তোলার জন্য কমিটির সভাপতি হাজী মুহম্মদ তারেক আজিজ অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি