হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারীতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি পরিবারের বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলাধীন ১নং দক্ষিণ পাহাড়তলীস্থ বড়দিঘীর পাড়ের ভাটিয়ারি লিংক রোড এলাকার নাথ পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অগ্নিকান্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে অগ্নিকান্ডে মনোরঞ্জন নাথ, গৌরিবালা নাথ, মিলন কান্তি নাথ ও সুকোমল নাথসহ চার পরিবারের সেমিপাকা টিনশেডের বসতঘর, রান্নাঘর এবং ঘরে রক্ষিত নগদ টাকা ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে অগ্নিদুর্গতরা।
এ ব্যাপারে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আবদুল মান্নান অগ্নিকান্ডের কথা নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।