হাটহাজারী প্রতিনিধি
ঢাকা মহানগরীর উত্তর খান থানার সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আবেদ আব্দুল্লাহ (১৮) নামে তরুণকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাবিক।
এর আগে গত শুক্রবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে তাকে পৌরসভার শাহজালাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবেদ আব্দুল্লাহ হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামের শাহজালাল পাড়া এলাকার মো. ফিরোজের ছেলে।
গত ৮ জুন ঢাকা মহানগরীর উত্তর খাঁন থানার সাইবার সাইবার সুরক্ষা আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি আবেদ আব্দুল্লাহ।
গ্রেপ্তর তরুণ আবেদ আব্দুল্লাহকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মেজর মো. সাদমান সাবিক।