হাটহাজারীতে অস্ত্রসহ আসামি গ্রেপ্তার

2

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্রসহ ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফোরকান উদ্দিন প্রকাশ রুবেল (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। গতকাল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন।
এর আগে গত শুক্রবার তাকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে। গ্রেপ্তার রুবেল ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের জেবল হোসেনের ছেলে।
র‌্যাবের হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ফটিকছড়ি থানার ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বরে তিনি জানান।