হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পুকুর ভরাটের দায়ে এক ব্যক্তিকে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিট্রেট। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এ অভিযান পরিচালনা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।জানা যায়, শনিবার ইউএনও ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের অভিযোগের সত্যতা পান। পরে পুকুরের মালিক উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. ইউনুস মিয়ার ছেলে মো. মঞ্জু মিয়া জলাধার ভরাটের অপরাধ স্বীকার করায় তাকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, পরিবেশ আইন লঙ্ঘন করে যেকোনো কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে। পরিবেশের ঝুঁকি তৈরি করে পুকুর বা কোনো জলাধার ভরাট করতে দেওয়া হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবার সচেতনতা জরুরি এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।