হাটহাজারীতে অগ্নিকান্ডে নিঃস্ব ১২ পরিবার

1

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ১২টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোররাত রাত ১ টার দিকে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ফয়েজুল্লাহ সারাং বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোররাত ১ টায় হঠাৎ করে ওই বাড়িতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে না পেরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেয় ।
পরে হাটহাজারী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে আশেপাশের অনেক ঘরবাড়ি আগুনের হাত থেকে রক্ষা পায়। তবে ফাযার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ওই বাড়ির দিদারুল আলম, নুর ইসলাম, এমদাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আবদুস শুক্কুর, মো. ফারুক, আবু বক্কর ও মো. পারভেজসহ অন্তত ১২ জনের বিভিন্ন পরিমাপের কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
ওই সময় অগ্নিদুর্গত পরিবারের সদস্যরা তাদের পরনের কাপড় ছাড়া বসতঘর থেকে কিছুই বের করতে পারেনি। ফলে ঘরে রক্ষিত তাদের সমস্ত আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা হবে বলে জানিয়েছেন অগ্নিদুর্গত পরিবারের সদস্যরা।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকান্ডের কারণ তদন্তাধীন রয়েছে। পরে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি অগ্নিদুর্গত পরিবারের সদস্যদের অনুধানের আশ্বাস প্রদান করেন।