চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ এর সমন্বিত আয়োজনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে ‘ফ্রি চক্ষুসেবা ও পুষ্টিসচেতনতা ক্যাম্প-১৮’পুরাতন চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ সাইফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য নাজমুল হক নজু, চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজ এর উপদেষ্টা পর্ষদের সদস্য মোহাম্মদ আনিসুর রহমান ও জাহাঙ্গীর আলম।
উক্ত ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিটাগাং কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ ফাতেমা ইয়াছমিন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত এবং সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ। ক্যাম্পে সকাল সাড়ে ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। ক্যাম্পের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে শতকরা ৫০ ভাগ শিক্ষার্থী চোখের সমস্যা, পুষ্টিহীনতা ও রক্ত স্বল্পতার সমস্যা রয়েছে।
ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার ও দৈনন্দিন পরিমিত খাদ্য তালিকার চার্ট প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির