হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষনুরাগী সদস্য উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ডের মিঞা পরিবারে কৃতি সন্তান রাজনীতিবিদ এস এম জিয়া উল হুদা।
প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের সঞ্চালক ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ফারজানা ইসলাম (রুমি), হাজ্জাজ মামুন প্রমুখ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নিউটন দত্ত, সিনিয়র শিক্ষক মো. আলোম হোসেন ও শফিউল্লাহ আল এনাম। প্রধান অতিথির বক্তব্যে এস এম জিয়া উল হুদা বিদ্যালয়ের বিভিন্ন বিষয় স্বচক্ষে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষে গোল্ডেন এ প্লাস ও এ প্লাস প্রাপ্তদের বিভিন্ন পুরস্কার ঘোষণা করেন। বিজ্ঞপ্তি