‘হাজীদের সেবা ও জনকল্যাণে উৎসর্গীত ছিলেন আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী’

1

সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি (রহ.) এর জীবন দর্শনের ওপর আলোচনা এবং ওলিয়ে কামেল সুলতানুল ওয়ায়েজিন শাহ আমানত হজ কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহসুফি আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) এর ৮ম বার্ষিক ওরশ শরিফ ১৫ জানুয়ারি বুধবার বায়েজিদ ওয়াজেদীয়াস্থ শাহ আমানত (রহ.) মসজিদ ও মাজার শরিফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওরশ মাহফিলে সভাপতিত্ব করেন শাহ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান আমিরুল হুজ্জাজ শাহসুফি মাওলানা মুহাম্মদ ইয়াছিন মাহমুদ সিদ্দিকী। মাহফিলে বক্তারা বলেন, আজীবন হাজীদের সেবায় ও জনকল্যাণে নিবেদিত ছিলেন শাহসুফি আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.)। তাঁর উত্তরসূরিরাও তাঁরই দেখানো পথে হাজীদের খেদমতে ও জনসেবায় উৎসর্গীত রয়েছেন।
মাহফিলে অতিথি ও আলোচক ছিলেন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী, আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, আল্লামা নূর মুহাম্মদ সিদ্দিকী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, আল্লামা মিজানুর রহমান আলকাদেরী, আল্লামা সেকান্দর হোসাইন আলকাদেরী, আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, আল্লামা সৈয়দ হাসান মুরাদ আলকাদেরী, মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা মুখতার আহমদ রেজভী, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ সাইফুদ্দিন জহুর, মুহাম্মদ নঈমুদ্দিন জহুর, এটিএম শাহজালাল, মুহাম্মদ আবদুল মান্নান, মাওলানা ক্বারী তারেক আবেদীন, শায়ের মুহাম্মদ মহিউদ্দীন তানভীর, শায়ের ইমরান হোসাইন আকবর, ক্বারী মুহাম্মদ ইসমাইল, হাফেজ মনিরুল ইসলাম সোহেল। মিলাদ কেয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন পীরজাদা শাহসুফি মাওলানা মুহাম্মদ ইয়াছিন মাহমুদ সিদ্দিকী (মজিআ)। বিজ্ঞপ্তি