হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাৎ হতে দেয়া যাবে না

3

বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি মনসুর কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম শাখার উদ্যোগে ৯ নভেম্বর বিকেলে নগরীর চন্দনপুরাস্থ সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে সুহৃদ সম্মিলনীর আয়োজন করা হয়। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহŸায়ক সাংবাদিক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সিএমইউজের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংবাদিক ওসমান গনি মনসুরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পেশাজীবী নেতৃবৃন্দ বলেন, ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এ জন্য গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মৌলিক অধিকার পুনরুদ্ধারের পথ আজ প্রশস্ত হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান পরবর্তী সময়ে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পেশাজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়কে কোনভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। নেতৃবৃন্দ সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান। এসময় বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক নসরুল কদির, এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম জানে আলম, এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এড. হাসান আলী, এড. এস ইউ এম নুরুল ইসলাম পিপি, সাংবাদিক নেতা মুস্তফা নঈম, কামরুল হুদা, সাইফুল ইসলাম শিল্পী, ড্যাবের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, পেশাজীবী নেতা সালাউদ্দীন আলী, ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম, এ্যাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, ডা. মো. হারুন, ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, এডভোকেট সানজিদা সানজি প্রমুখ। বিজ্ঞপ্তি