হাক্কানী কর্পোরেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

1

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে পঁচা দুর্গন্ধ সৃষ্টি ও পরিবেশ দূষণের অভিযোগে উপজেলার মইজ্জারটেক এলাকায় অবস্থিত হাক্কানী কর্পোরেশন লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা আবারও জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার বিকালে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। পরিবেশ দূষণ ও দুর্গন্ধ সৃষ্টি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় এবার ৫০ হাজার টাকা জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।
একইদিন অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের ফলে শব্দদূষণ ও নিয়ন্ত্রণ আইনে হানিফ এন্টারপ্রাইজকে ৩ হাজার, হাসান ট্রাভেলসকে ৩ হাজার ও স্বাধীন ট্রাভেলসকে ৩ হাজারসহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে মইজ্জ্যারটেক হাক্কানী কর্পোরেশন লিমিটেডকে কঠিন বর্র্জ্য ব্যবস্থাপনা, এলাকায় প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি ও পরিবেশ দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দুর্গন্ধ রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। একই দিনে অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের ফলে শব্দদূষণ ও নিয়ন্ত্রণ আইনে তিনটি পরিবহনকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ দূষণ রোধে এধরণের অভিযান চলমান থাকবে।
অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, প্রসিকিউটর জান্নাতুল ফেরদৌস, সিনিয়র কেমিস্ট, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানে কর্ণফুলী থানা পুলিশ সহায়তা করে।