মাসখানেই ধরেই মরক্কো ডিফেন্ডার আশরাফ হাকিমির পিএসজিতে যোগ দেওয়া নিয়ে চলছিল গুঞ্জন। সেটাই সত্যি হলো। ইন্টার মিলান থেকে পাঁচ বছরের চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাবটি।
রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে আসা হাকিমি ২০১৭ সালে ডাক পান ক্লাবটির মূল দলে। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী দলটির অংশ ছিলেন তিনি। পরের মৌসুমে ২ বছরের জন্য ধারে যোগ দেন জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডে। গত বছর রিয়াল মাদ্রিদ থেকে তাকে কিনে নেয় সেরি আ ক্লাব ইন্টার।