হাউজ ক্র্যাফ্ট ক্যাসেলের মডেল গোমেজ ও লিওনা

1

ঈদ বা যে কোনও অনুষ্ঠানে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। শার্ট, প্যান্ট ও জুতা যা-ই কেনা হোক না কেন, পাঞ্জাবি না কিনলে মনে হয় যেন ঈদটাই অপূর্ণ রয়ে যায়। এজন্য ঈদকে কেন্দ্র করে চট্টগ্রামের দোকানগুলোতে চলছে নতুন ডিজাইনের পাঞ্জাবির জমজমাট বেচাকেনা। নামিদামি ব্র্যান্ডের শোরুমগুলোতে ঈদ উপলক্ষে রাখা হয়েছে পাঞ্জাবির নতুন কালেকশন। এসব শোরুমের পাশাপাশি নিউমার্কেট এর ক্র্যাফ্ট ক্যাসেলে পাওয়া যাচ্ছে কম দামে ভালো মানের পাঞ্জাবি, যা মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যেই।
সরেজমিনে নগরীর বিপনী বিতান ক্র্যাফট ঘুরে সেখানে ঈদের পাঞ্জাবি কিনতে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বাড়ি ফেরার আগে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সবাই। পাঞ্জাবি দোকানের এক বিক্রয়কর্মী বলেন, ‘এখন ব্র্যান্ডের শোরুমগুলো থেকে অনেকে পাঞ্জাবি কিনতে হিমশিম খাচ্ছেন অতিরিক্ত দামের কারণে। তাই কিছুদিন হলো আমাদের বেচাকেনাও জমজমাট হয়ে উঠেছে।’ বিজ্ঞপ্তি