হলুদ পেট প্রিনিয়া

1

হলুদ পেট প্রিনিয়া-মূলত খোলা আবাসস্থলের পাখি। এদের লম্বা ঘাস বা মাজা, যাতে এদের সহজে দেখা যায় না। প্রিনিয়ার ডানা ছোট কিন্তু লেজ লম্বা। তারা গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় ওল্ড ওয়ার্ল্ডের একটি স্বল্প পরিচিত গোষ্ঠী পাখি। এদের প্রায় ত্রিশটি প্রজাতি আফ্রিকা এবং এশিয়ার মধ্যে মোটামুটি সমানভাবে বিভক্ত। ছবিটি নগরীর অনন্যা আবাসিক এলাকা থেকে তোলা।

ছবি : এম. হায়দার আলী