হলদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

20

রাউজানের হলদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান গতকাল রবিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.আবু জাফর সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শিক্ষানুরাগি মো.শাহাব উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনব কুমার ভট্টচার্য্য। বিদ্যালয়ের শিক্ষক মো. দেলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক ও শিক্ষানুরাগি মো.মুছা, ইউপি সদস্য মোহাম্মদ আলী, দেলা মিয়া, অনুত্তর বড়ুয়া, শামসুল আলম মাস্টার, শাহাব উদ্দিন, মো. মুছা প্রমুখ।