হরিয়াল এক ধরনের পায়রা জাতীয় ফলভ‚ক বৃক্ষচারী পাখি। পৃথিবীর সব হরিয়াল ট্রেরনগণের অন্তর্গত। এই ট্রেরনগণের মোট তেইশটি প্রজাতি এশিয়া ও আফ্রিকাজুড়ে বিস্তৃত। এদের প্রধান খাদ্য ফল। এছাড়া বাদাম ও বীজ তাদের খাদ্যতালিকায় রয়েছে। ছবিটি ফটিকছড়ির হাজারীখিল এলাকা থেকে তোলা।
ছবি : এম. হায়দার আলী