হরমুজ প্রণালি বন্ধের প্রস্তুতি নিয়েছে ইরান

1

হরমুজ প্রণালি আটকে দিতে ইরান প্রস্তুত হচ্ছে বলে আশঙ্কা করছেন মার্কিন গোয়েন্দারা। তাদের দাবি, গত মাসে পারস্য উপসাগরে নিজেদের জলযানে সামুদ্রিক মাইন তুলেছে ইরানি বাহিনী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, গত ১৩ জুন ইরানের উপর ইসরায়েলের তরফ থেকে প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কিছুদিনের মধ্যেই এই সম্ভাব্য প্রস্তুতিমূলক ঘটনা ঘটে। মাইনগুলো এখনও হরমুজ প্রণালীতে মোতায়েন না করায়, যুক্তরাষ্ট্র মনে করছে ইরান হয়ত বিশ্ববাণিজ্যের অন্যতম ব্যস্ত এই সামুদ্রিক পথ বন্ধ করার হুমকি কার্যকর করতে প্রস্তুতি নিচ্ছিল। এমন একটি পদক্ষেপ সংঘাতকে ভয়াবহ রূপ দিতে পারত এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিতে পারত। বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এটি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানির মূল্য হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকত।