একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত এ টি এম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে এই সরকারকে ‘বিদায়’ নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেছেন, আমরা চেয়েছিলাম, এই সরকারের বিরুদ্ধে আমাদের যেন বক্তব্য দিতে না হয়। এই সরকারকে আমরাই বসিয়েছি। কিন্তু আমরা দেখছি, এই সরকারের ভেতর ভারতীয় ভূতের আঁছড় আছে। আজহারুল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে ঘোষিত হয়নি। এই রায় ঘোষণা হয়েছে মোদি সরকারের গোপন অন্ধকার কক্ষ থেকে।
মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। কামরুজ্জামানের ফাঁসি হয়েছে ভারতের সিদ্ধান্তে। আমাদের সকল নেতার ফাঁসি, জেল-জুলুম সবই শেখ হাসিনার মাধ্যমে ভারত বাস্তবায়ন করেছে। খবর বিডিনউজের।
জামায়াত নেতা বলেন, আমরা ভারতকে মানি না, আমরা মানি বাংলাদেশকে। আমরা মাত্র আন্দোলন শুরু করেছি। ভালোয় ভালোয় আজহারুল ইসলামকে ছেড়ে দিন। না হয় আপনাদের বিদায় নিতে হবে, অথবা অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে।
গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় কুমিল্লা টাউন হল মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল এবং দলের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর ২০১৯ সালের ৩১ অক্টোবর দেওয়া রায়ে মৃত্যুদন্ড বহাল রাখে আপিল বিভাগ।