আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ইসলামের প্রথম খলিফা খলিফাতুর রাসূল (দ.) আমিরুল মুমেনিন হযরত আবু বকর সিদ্দিক (রা.) স্মরণে মাহফিল ও গাউসে জমান আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.) এর মাসিক ফাতেহা ২৮ ডিসেম্বর বিকেলে নগরীর আন্দরকিল্লা টিএন্ডটি রোডস্থ খানকায়ে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ায় অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া আলিয়া শরিফের সাজ্জাদানশিন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। মাহফিলে হযরত সিদ্দিকে আকবরের (রা.) জীবন দর্শনের ওপর আলোচনায় অংশ নেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রিজভি, আল্লামা ইয়াসিন আনসারী আল মাদানী, মাওলানা সৈয়দ মুহাম্মদ শরিফুদ্দিন আনসারী, মাওলানা মঈন উদ্দিন খান মামুন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদ জমিরুদ্দিন, মাওলানা খাজা আহমদ তালুকদার, মাওলানা জাশেদুল ইসলাম, মাওলানা আবু আবদিল্লাহ আদনান, শাহজাদা মাওলানা আবুর রায়হান মুহাম্মদ গোলাম মঈনুদ্দিন।