চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে প্রশাসকের কনফারেন্স কক্ষে আলাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত সোমবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। জেলা পরিষদের প্রশাসক বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, যা প্রতিটি মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ (দ.) কে বিশ্বজগতের হেদায়েত ও নাজাতের জন্য ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সারা জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন। হিংসার বিরুদ্ধে সম্প্রীতি ও সৌহার্দ্যরে রচয়িতা তিনি। প্রতিহিংসার বিরুদ্ধে তিনি ক্ষমা ও দয়ার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপনকারী। আমাদের সবাইকে মহানবীর সুমহান আদর্শ ও সুন্নাহ যথাযথভাবে অনুসরণের মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করতে হবে। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, রসুল (দ.) এর জীবনাদর্শ সকলের অনুসরণ করতে হবে। সমস্ত জগতের জন্য রহমত হয়ে, রাসূলে পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের লক্ষ্য ছিল সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং দুঃখকষ্ট দূর করা। উল্লেখ্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সঞ্চালনায় সভায় সহকারী প্রকৌশলী মুহাম্মদ তরিকুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। বিজ্ঞপ্তি