হযরত বেলায়েত উল্লাহ্ খান (রহ.)’র দাফন সম্পন্ন

1

হযরত শাহ্ সুফি আমানত খান রহমাতুল্লাহি আলাইহির আওলাদ সাজ্জাদানশীন ও আমানত খান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হযরত শাহ্ সুফি সৈয়দ মো. বেলায়েত উল্লাহ্ খান হাসানী (রহ.) এর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় হযরত শাহ আমানত খান রহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে। পরে মাজার সংলগ্ন বাবাজানের কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
উভয় জানাজায় হাজার হাজার ভক্ত অনুরক্ত,আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার হাসপাতালে গত ৯ জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি। আমেরিকার আইনগত জটিলতা ও দাবানলের কারণে বারবার ফ্লাইট বাতিল হয়। অবশেষে গতকাল মঙ্গলবার দুপুরে মরহুমের মরদেহ ঢাকায় পৌঁছায়। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সরাসরি প্রথম জানাজাস্থল জমিয়তুল ফালাহ্ ময়দানে অবতরণ করে। মরহুমের মৃত্যুর সংবাদ শুনে এবং দাফনের আগ পর্যন্ত আশেকানে ভক্ত ও আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের জনগণ শোকাহত হন। এই সময়ে বিভিন্নভাবে যারা পাশে থেকেছেন সকলের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মরহুমের বড় শাহজাদা সৈয়দ মো. হাবীব উল্লাহ্ খান মারুফ। বিজ্ঞপ্তি