হাটহাজারীর উপজেলাধীন ১নং চসিক উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট হযরত বদর শাহ (রহ.) জামে মসজিদ পুনঃনির্মাণকাজ শুভ উদ্বোধন করা হয়েছে। হযরত বদর শাহ (রহ.) জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মো. শাহনেওয়াজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলেমে দ্বীন হযরত মাওলানা কাজী মোহাম্মদ সাদেকুর রহমান হাশেমী (মজিআ)।
বিশেষ অতিথি ছিলেন রাজনীতিবিদ মো. নাসির চৌধুরী। উদ্বোধক ছিলেন বদর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মো. আনোয়ার রেজা নূরী। উপস্থিত ছিলেন মাওলানা মো. আব্দুস সবুর রেজভী, মাওলানা হাবিবুর রহমান, আব্দুল খালেক চৌধুরী, আব্দুল হামিদ চৌধুরী, মো. সেলিম তালুকদার, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. লোকমান হাকিম, মোহাম্মদ শফি মতোয়াল্লি, মোহাম্মদ মফজল আহমদ, নুরুল ইসলাম, মোহাম্মদ নাসের, মহিউদ্দিন সওদাগর, মীর আহমেদ, মোহাম্মদ শফিউল আলম, মোহাম্মদ ইউসুফ সওদাগর, মো. জসিমসহ হযরত বদর শাহ (রহ.) জামে মসজিদ ওয়াকফ স্টেট পরিচালনা পরিষদের উপদেষ্টাবৃন্দ, সদস্যবৃন্দ ও এলাকাবাসী।
মসজিদ নির্মাণে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া জন্য আহবান জানান হযরত বদর শাহ (রহ.) জামে মসজিদ কমিটি। বিজ্ঞপ্তি