ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ শাহী ময়দানে ইমামুল আউলিয়া, গাউছুলআজম মাইজভান্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১২৩ তম চান্দ্রবার্ষিক (কমরী) ওরশ শরীফ ও ১০ জ্যৈষ্ঠ ফল ফাতেহা শান-এ গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের ব্যবস্থাপনায় আওলাদে রাসুল (দ.) আওলাদে গাউসুল আজম মাইজভান্ডারী, মোন্তাজেম, জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, শাহ সুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী (ম.) এর সভাপতিত্বে, শানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরামের ভাইস চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী (ম.)’র উপস্থিতিতে, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরীর স্বাগত বক্তব্য এবং চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মওলানার সৈয়দ সহিদুল্লাহ ফারুকীর সমাপনি বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ও খোলাফায়ে গাউছুল আজম মাইজভান্ডারীর সকল দরবারের আওলাদে পাক গণের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন ইব্রাহীম আলকাদেরী(ম.), সাইফুল্লাহ ফারুকী (ম.), মোতাছিম বিল্লাহ সম্পদ।
এতে উপস্থিত ছিলেন মাইজভান্ডার গাউছিয়া আহমদীয়া মঞ্জিল, মাইজভান্ডার গাউছিয়া রহমানীয়া মঞ্জিল, গাউছে হাওলা দরবার, আমির ভান্ডার, আহলা দরবার, রাজভান্ডার রাঙ্গুনিয়া, দরবারে রহমানিয়া চন্দনাইশ, হাফেজ নগর, রাহে ভান্ডার রাঙ্গুনিয়া, রাহাতিয়া দরবার, আজিম নগর দরবার, দরবারে আজিজিয়া, আব্দুর রশিদ শাহ দরবার, আবদুল গণী কাঞ্চনপুরী দরবার, খিতাবচর রহমানিয়া, ধলই জিন্নাত আলীশাহ, আব্দুল জলিল বালুশাহ, ধলই আমিন ভান্ডার পানিশাহ, সাতগাছিয়া দরবার, দরবারে কামালিয়া, ছালামিয়া বরলিয়া দরবার, আব্দুল গণী চৌধুরী দরবার দমদমা, চরণদ্বীপ দরবার, ফরহাদাবাদ দরবার, রুহুল ভান্ডার, ইয়াকুব ভান্ডার পটিয়া, শেখ তফাজ্জল আলী শাহ দরবার শুলকবহর, মির্জাপুর দরবার হাটহাজারী প্রমুখ। বিজ্ঞপ্তি