হাটহাজারী প্রতিনিধি
দীর্ঘ পাঁচ বছর পর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একাধিক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাইট্টা ইকবালকে গ্রেপ্তার করে করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত ইকবাল (৩৫) রাঙ্গুনিয়া উপজেলার লালানগর এলাকার নূর মিয়ার ছেলে।
গতকাল রবিবার দুপুরে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সোয়া আটটার দিকে রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরী প্রকাশ বাইট্টা ইকবাল উপজেলার ধামাইরহাট বাজার এলাকায় অবস্থান করার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৫ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে তিনি আত্মগোপনে ছিলেন। ইকবালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ ৩টি মামলা রয়েছে বলে তিনি জানান।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানা জানান এই কর্মকর্তা।