পেকুয়া প্রতিনিধি
পেকুয়ায় অপহরণকারীদের হাতে নিহত স্কুলের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলামের জানাজায় মানুষের ঢল নেমেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় পেকুয়া ক্রীড়া কমপ্লেক্স মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নিহত আরিফকে মাতব্বর পাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার আগে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, খুনি যেই হোক তাকে তদন্ত করে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। হত্যার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যারা অন্যায় করবে তারা কখনও রেহাই পাবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না, কোনো নিরীহ মানুষ যেন মামলায় আসামি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
গত ২৮ সেপ্টেম্বর রাত ৯ টায় পেকুয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে অপহরণ করা হয় শিক্ষক আরিফুল ইসলামকে। গতকাল শুক্রবার টানা ১৪ দিন পর নিহত আরিফের নিজ পরিত্যক্ত পুকুর থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার হয়। জানাজায় উপস্থিত মুসল্লিরা আরিফের হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। এদিকে জানাজা শেষে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার প্রাণকেন্দ্র চৌমুহনীসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনী ও থানা পুলিশ কঠোর অবস্থান নিতে দেখা গেছে।
নিহতের জানাজায় ইমামতি করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচ এম বদিউল আলম। জানাজায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও নিহত আরিফের ছোট ভাই রিয়াদুল ইসলাম। অংশ নেন বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান এএইচএম বদিউল আলম, পেকুয়া সদরের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কামাল হোসেন, অ্যাড. নুরুল হুদা, বাংলাদেশ ব্যাংকের ডিপুটি ডিরেক্টর মো. মাসুদ, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশন এলামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রফেসার আব্দুর রহিম, বাংলাদেশ জামায়াত ইসলাম পেকুয়া শাখার সেক্রেটারি অধ্যাপক ইমতিয়াজ উদ্দিন, পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জেডএম মোসলেম উদ্দিন, প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু, শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইব্রাহিম, শিলখালী ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা জয়নাল আবেদীন, পেকুয়া শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মৌলানা হাসান রাব্বানী, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের ধর্মীয় শিক্ষক রুহুল কাদেরসহ আরও অনেকে।