বাংলাদেশ থেকে হজযাত্রা আরও সহজ করার দাবি জানিয়েছেন আটাব ও হাব নেতৃবৃন্দ। ১০ মে নগরীর একটি হোটেলে চট্টগ্রাম ক্লাব ট্রাভেলস ও হযরত শাহ্ জালাল (রাহ) হজ গ্রæপের ব্যবস্থাপনায় হজ প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ এ দাবি জানান। এতে প্রধান অতিথি ছিলেন আটাব, চট্টগ্রামের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন হাব, চট্টগ্রাম জোন সভাপতি মুহাম্মদ শরিয়ত উল্লাহ শহীদ, সাবেক সভাপতি মুহাম্মদ শাহ আলম ও আটাব চট্টগ্রাম সেক্রেটারি মুহাম্মদ ইদ্রিস মিয়া। উদ্বোধক ছিলেন ক্লাব ট্রাভেলস সার্ভিসের চেয়ারম্যান মুহাম্মদ গোলাম কিবরিয়া।
প্রধান বক্তা ছিলেন পীরে তরীকত শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (সাজ্জাদানশীন আল আমিন হাশেমী দরবার শরীফ), বিশেষ বক্তা ছিলেন পীরে তরীকত আল্লামা ড. ইউসুফ জিলানী রেফায়ী আশরাফী, ফকির তালুক দরবার শরীফের সাজাদানশীন শাহজাদা মুহাম্মদ আশরাফুল আলম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আজিজুর রহমান আল-কাদেরী, মাওলানা কুতুব উদ্দিন হেলালী, পীরে তরীকত হযরত মাওলানা রেজাউল করিম, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ সাইদুল কিবরিয়া রিজভী, ফখরে মিল্লাত মুফতি শাহ্ ফাইজুল কাবির বদরী। বিজ্ঞপ্তি