হকি ফেডারেশনের কার্যালয় বন্ধ ঘোষণা

18

 

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে চলমান করোনা ভাইরাসের সংক্রমণরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সে লক্ষ্যে ফেডারেশনের সভাপতির নির্দেশক্রমে গতকাল থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সংস্থাটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
একই সাথে উক্ত সময়ে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সব ধরনের অনুশীলন ও খেলাও স্থগিত ঘোষণা করা হয়। সেই সাথে সকল কর্মকর্তা, কর্মচারীদের প্রতি নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিতকরণের অনুরোধ জানানো হয়েছে।