তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লীগের তৃতীয় স্থানে থাকা হাতেখডড় স্কুল (০-০)রুখে দেয় লীগ টেবিল টপার মিউনিসিপ্যালকে। গতকাল সুপার থ্রী পর্বের প্রথম ম্যাচে শুরু থেকে উভয় দলের আক্রমনাত্মক খেলা বেশ উপভোগ্য হয়। তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারে নি কোন দল-ই।
প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে গোল শূন্য থাকলেও বিরতির পর তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে এসে উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণ থেকে ম্যাচটি বেশ জমে উঠে। এমতাবস্থায় মিউনিসিপ্যাল একাধিক গোলের সুযোগ সৃষ্টি করেও বিপক্ষের গোলরক্ষকের (হাতেখড়ি) দৃঢ়তায় গোলের দেখা পায়নি। লীগে এ পর্যন্ত মিউনিসিপ্যাল মডেল স্কুলের ৪ খেলায় ১০ পয়েন্ট অর্জন করে তালিকার শীর্ষে রয়েছে।পক্ষান্তরে সমসংখ্যক খেলায় হাতেখডড় স্কুলের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট।
ম্যাচের সেরা খেলোয়াঙ হাতেখডড় স্কুলের গোলরক্ষক অপূর্ব ঘোষ-কে ক্রেস্ট প্রদান করেন হকি কেন্দ্রের সাবেক কৃতি খেলোয়াড় রিজওয়ানুল হক মামুন। আজকের খেলা (সুপার থ্রী) নাসিরাবাদ গভ. হাই স্কুল বনাম হাতেখড়ি স্কুল (দুপুর ২:৩০টা)।