হকি কেন্দ্র ২৬তম স্কুল লিগ সুপার থ্রি পর্বে হাতেখড়ি

1

হকি কেন্দ্র ২৬ তম স্কুল হকি লীগে হাতে খড়ি স্কুল ৩-১ গোলে জে.এম.সেন স্কুলকে পরাজিত করে। গতকাল খেলায় হাতে খড়ি স্কুলের পক্ষে আরাফাত ২টি ও তারেক ১টি গোল করে। অপরপক্ষে জে.এম.সেন স্কুলের পক্ষে ঋষি ১টি গোল পরিশোধ করে। ৩ পয়েন্ট নিয়ে সুপার থ্রি পর্বে উন্নীত হলো হাতেখড়ি স্কুল। অপরদিকে লীগের কোন ম্যাচে জয় না পেয়ে লীগ থেকে ছিটকে গেলো জে.এম.সেন স্কুল।
ম্যাচের সেরা খেলোয়াড় বিজীত দলের ঋষি দাস-কে ক্রেস্ট প্রদান করেন হকি কেন্দ্রের সাবেক কৃতি হকি খেলোয়াড় সুজয় বড়ুয়া আপন। এর আগের দিনের খেলায় নাসিরাবাদ গভঃ হাই স্কুল ৫-৩ গোলে হাতেখড়ি স্কুলকে পরাজিত করে। গতকাল মিউনিসিপ্যাল স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় নাসিরাবাদ স্কুলের পক্ষে দুর্লভ ৩টি(হ্যাট্রিক) ও সাকিব ২ গোল করে। অপরপক্ষে হাতেখড়ি স্কুলের পক্ষে আরাফাত ৩টি (হ্যাট্রিক) গোল পরিশোধ করে ব্যাবধান কমায়। উপর্যুপরি দুই ম্যাচে জয় নিয়ে মোট ৬ পয়েন্ট অর্জন করে সুপার থ্রি পর্বে উন্নীত হলো নাসিরাবাদ হাই স্কুল।
আজকের খেলা: চসিক মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল বনাম নাসিরাবাদ গভঃ হাই স্কুল (বিকেল ২:৩০ টা)।