হকি কেন্দ্র প্রতিষ্ঠার ৩৩ বছর উদ্যাপন

2

প্রতিষ্ঠার গৌরবময় ৩৩ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত প্রীতি হকি ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়েও কেন্দ্র লাল দল (০-০) ড্র করেছে সবুজ দলের সাথে। গতকাল সকালে এম.এ আজিজ স্টেডিয়াম প্রশিক্ষণ মাঠে উপভোগ্য এক ম্যাচ উপহার দেয় উভয় দল। খেলা শেষে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা ও চিফ্ কোচ মহসিনুল হক চৌধুরী’র সন্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হকি কেন্দ্র পরিচালনা বোর্ড সদস্য সাহাব উদ্দিন হাসান বাবু প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি রাজু বড়ুয়া, বিজয় বড়ুয়া বাপ্পা প্রমুখ।