স্থানীয় ক্রীড়াঙ্গনে দীর্ঘ দিনের চরম অবহেলা আর নিবিড় প্রশিক্ষণের সুযোগ সুবিধা বঞ্চিত চট্টগ্রামের হকি খেলোয়াড়দের প্রতিবাদ আর বিক্ষোভে ব্যতিক্রমী তিন ম্যাচের হকি সিরিজ সফল আয়োজন করলো হকি কেন্দ্র। এম.এ.আজিজ স্টেডিয়াম প্রশিক্ষণ মাঠে আয়োজিত শেষ ম্যাচে গত শুক্রবার, কেন্দ্র সবুজ দল তীব্র প্রতিদ্ব›িদ্বতা গড়ে ৫-৪ গোলে কেন্দ্র লাল দল কে পরাজিত করে সান্তনার জয় পেয়েছে। ম্যাচে বিজয়ী দলের জেভিয়ার, অনিক, সিদ্বার্থ, রকি, নিলেশ-১টি করে গোল করে। অপরদিকে লাল দলের পক্ষে অর্পণ, সবুজ, সাজ্জাদ-১টি করে গোল পরিশোধ করে। অবশ্য ইতিপূর্বে প্রথম দুই ম্যাচ জয়ের সুবাদে কেন্দ্র লাল দল ২-১ সিরিজ জিতে নেয়। খেলা শেষে খেলোয়াড় রা প্রতিবাদী শ্লোগানের মাধ্যমে মাঠ প্রদক্ষিন করে বিক্ষোভ জানিয়ে হকি খেলার প্রতি সুনজর দেওয়ার জন্য যথাযথ প্রশাসন এর কাছে আহবান জানায়।
হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা ও চিফ্ কোচ মহসিনুল হক চৌধূরী’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্টার, ক্রীড়া সংগঠক সালাউদ্দিন শাহরিয়ার বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করেন। এ সময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন কেন্দ্রের অভিভাবক প্রতিনিধি রাজিব বড়ুয়া, সাবেক হকি খেলোয়াড় এন.এইচ.সাহিদী (রিপন)।