হকি কেন্দ্র’র প্রতিবাদী সিরিজে লাল দল জয়ী

2

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে অবহেলিত হকি, নিয়মিত হকি লিগ এবং যথাযথ প্রশিক্ষণের সুযোগ সুবিধা বঞ্চিত খেলোয়াড়দের আবারো প্রতিবাদ বিক্ষোভে আরও একটি ম্যাচের আয়োজন করলো হকি কেন্দ্র। গতকাল সকালে এম.এ আজিজ স্টেডিয়াম প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে কেন্দ্র লাল দল তীব্র প্রতিদ্ব›িদ্বতা গড়ে ৬-৪ গোলে কেন্দ্র সবুজ দলকে পরাজিত করে। ফলে এক ম্যাচ হাতে রেখে (২- ০)সিরিজ জয় নিশ্চিত করলো তারা। বিজয়ী দলের কামরুল, অন্বেষ, আরাফাত সবুজ, জেকসন, অর্পণ-১টি করে গোল করে। অপরদিকে সবুজ দলের জেভিয়ার, অনিক, সিদ্বার্থ, রকি-১টি করে করে। খেলা শেষে হকি’র প্রতি অবহেলা আর বৈষম্য দূরীকরণ এ বিভিন্ন শ্লোগানে মাঠ প্রদক্ষিণ করে খেলোয়াড়রা। পরে হকি কেন্দ্র প্রতিষ্ঠাতা মহসিনুল হক চৌধুরী সিজেকেএস কার্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হকি খেলোয়াড়দের এ আবেদনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য নবাগত জেলা প্রশাসক সমীপে আবেদন করেন। এদিকে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ আগামী ২৭ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি