চলমান বিজয় কাপ হকি টুর্নামেন্টের গতকাল দিনের প্রথম ম্যাচে হকি কিংস ৪-২ গোলে চিটাগং ওয়ারিয়র্সকে পরাজিত করে। হকি কেন্দ্র আয়োজিত খেলার প্রথমার্ধে সম্মিলিত পাস থেকে জয় ও সাজ্জাদের ফ্লিকের মাধ্যমে ৩-০ গোলে এগিয়ে যায় হকি কিংস। তবে ১৮ মিনিটে সৃজনের পাস থেকে আরফাতের গোলে চিটাগং ওয়ারিয়র্স ব্যবধান কমায় (৩-১)। দ্বিতীয়ার্ধের ৩৪ মিনিটে আবারও সৃজনের পাস থেকে আরাফাত গোল করে ব্যবধান ৩-২ করে চিটাগং ওয়ারিয়র্স। খেলার ৪০ মিনিটে গোল করে জয় নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ৪-২ ব্যবধানে মাঠ ছাড়ে হকি কিংস। এই জয়ে ‘খ’ গ্রæপ থেকে দুই ম্যাচ খেলে হকি কিংস ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করেছে। অন্যদিকে চট্টগ্রাম ওয়ারিয়র্স ৩ খেলায় দুই পরাজয় ও ১টি জয়ে ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
দিনের অপর ম্যাচে পদাতিক ক্লাব ৫-৩ গোলে পরাজিত করে জেএমসেন বয়েজ ক্লাবকে। খেলার প্রথমার্ধের ৬, ১৯, ২২, ২৩ মিনিটে আনিসুর রশিদ, জেকসন ও জহিরের দর্শনীয় কানেক্টরের মাধ্যমে ৪-০ তে এগিয়ে যায় পদাতিক ক্লাব। তবে ২৬ মিনিটে প্রতিপক্ষের নাজিমের গোলে ব্যবধান কমায় জেএমসেন বয়েজ (১-৪)।
দ্বিতীয়ার্ধে উপর্যপুরি আক্রমন করে ৩২ ও ৩৫ মিনিটে নাজিম ও অন্তর দাশ ফ্লিকের মাধ্যমে গোল করে ব্যবধান ৩-৪ করে জেএমসেন বয়েজ। কিন্তু পদাতিক ক্লাবের জহির খেলার ৪৪ মিনিটে দর্শনীয় পুশে আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে এবং ৫-৩ এর ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। এ জয়ে পদাতিক ক্লাব দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে ‘ক’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে। অপরদিকে জেএমসেন বয়েজ ৩ খেলা শেষে একটি করে ড্র, জয় ও পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে যাওয়ার আসা বাঁচিয়ে রেখেছে। আজকের খেলা- মাদারবাড়ী চ্যালেঞ্জার্স বনাম পদাতিক ক্লাব (২টা), হকি কিংস বনাম কল্পলোক স্পোর্টিং ক্লাব (৩টা)। বিজ্ঞপ্তি