সৎভাবে ব্যবসা করলে সুফল একদিন আসবেই

7

বাংলাদেশে জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথগ্রহণ অনুষ্ঠান ১০ জুন দুপুরে নগরীর লাভলেনস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাজুস স্ট্যান্ডিং কমিটি অফ ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়। বাজুস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাজুস চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা। বিশেষ অতিথি ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অফ ডিস্ট্রিক মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গুলজার আহমেদ, রিপনুল হাসান, বাজুস’র উপদেষ্টা রুহুল আমিন রাসেল, বাজুস স্ট্যান্ডিং কমিটি অফ মনিটরিংয়ের সদস্য সচিব পবিত্র চন্দ্র ঘোষ, সদ্যবিদায়ী বাজুস চট্টগ্রামের সভাপতি মৃণাল কান্তি ধর, নির্বাচন বোর্ড (২০২৪-২০২৬) সদস্য অ্যাড. অমল কান্তি ধর, প্রদীপ ধর, নির্বাচন আপিল বোর্ড (২০২৪-২০২৬) সদস্য গৌতম চন্দ্র বিশ্বাস, মো. নুরুল আনোয়ার চৌধুরী। উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সহ-সভাপতি দিলীপ কুমার ধর, সিদুল কান্তি ধর, হারাধন মহাজন, খোকন ধর, শাহজাহান সিদ্দিকী লিটন, প্রদীপ গুহ, সুজিত ধর, সহ-সম্পাদক কাজল বণিক, প্রকৌশলী অমিত ধর, রাজীব ধর তমাল, বিপ্লব ধর, রঞ্জন ধর, সত্য ধর, মিন্টু ধর, গোপীনাথ ধর, অর্থ সম্পাদক শম্ভু ধর, কার্যনির্বাহী সদস্য সুমন ধর, মিননাথ ধর, শান্তনু বণিক, শিমু রানী দেব, অলক পোদ্দার, রনি বণিক, মো. আজিজ উল্লাহ্, রাজীব ধর, নয়ন কুমার ধর, মন্টু সরকার, প্রদীপ বণিক প্রমুখ।
অনুষ্ঠানে ডা. দিলীপ কুমার রায় বলেন, বড় এবং ছোট সব ব্যবসায়ীরাই যাতে সৎভাবে ব্যবসা করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাজুস। আমরা যদি সরকারকে সহায়তা করি, সরকারও আমাদের সহায়তা করবেন। সবাই একসাথে কাজ করলে একদিন আমাদের সুদিন ফিরবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটা সময় জুয়েলারি ব্যবসায়ীরা ছন্নছাড়া ও ছিন্ন-বিচ্ছিন্ন ছিলো। সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সব স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে আসতে পেরেছে। তার নেতৃত্বে সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন নতুন করে জেগে উঠেছে। সারাদেশে বাজুস এখন একটি মডেল ব্যবসায়িক সংগঠনে পরিণত হয়েছে। সায়েম সোবহান আনভীরের উদ্যোগের কারণে বাংলাদেশে জুয়েলারি সেক্টরে বিপ্লব ঘটেছে। বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় পৌঁছেছে এই সেক্টর। বর্তমানে বাজুস দেশের একটি শক্তিশালী সংগঠন। বিজ্ঞপ্তি