‘স্যার, এগুলো রাখেন এখানে এক আছে’

3

ইকবাল ফারুক, চকরিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের ঘুষ লেনদেনের একটি ভিডিওচিত্র। এতে দেখা গেছে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলার ডুলাহাজারা রিংভং রাহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম সিদ্দিকীর কাছ থেকে প্রকাশ্যে ঘুষ লেনদেন করছেন। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্রই ছড়িয়ে পড়ে গত বৃহস্পতিবার। এতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে মাহবুবুল আলম সিদ্দিকীর ঘুষ লেনদেনের চিত্র দেখা গেলেও কবে কখন এ ঘুষ লেনদেনের ঘটনাটি ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
ফাঁস হওয়া ভিডিওতে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে বলতে শোনা গেছে, ‘এদিকে অনেকের আনাগোনা আছে। চুপ থাকেন, কথা কম বলেন, কাজ হয়ে যাবে।’
এ সময় মাহবুবুল আলম সিদ্দিকী বলেন, ‘স্যার এগুলো রাখেন, এখানে এক আছে।’ এরপর তিনি আবার বলেন, ‘স্যার, তাহলে বাকি কথা মোবাইলে হবে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘুষ লেনদেনের ভিডিওর ব্যাপারে জানতে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের মোবাইল ফোন ০১৭১২-৯৪৬০৬০ নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘুষদাতা মাহবুবুল আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেদিন (ঘুষ প্রদানের সময়) আমি ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন।’ তবে কি কারণে তিনি মাধ্যমিক শিক্ষা কর্তাকর্তাকে ঘুষ দিয়েছেন সে ব্যাপারেও কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন আহমদ বলেন, ঘুষ গ্রহণকারী এবং ঘুষদাতা উভয়েই সমান অপরাধী।
তিনি আরও বলেন, এ ব্যাপারে যথাযথ প্রমাণ পাওয়া গেলে চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।