চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর প্রয়াত অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস পরিবারের মধ্যে গত ২৫ নভেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। চুয়েট এর সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে ড. শ্যামল কান্তি বিশ্বাস মেমোরিয়াল স্কলারশীপ নামে চুয়েটের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। একই সাথে অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের জীবন ও কর্মের উপর লিখিত ‘স্মৃতির পাতায় শ্যামল কান্তি বিশ্বাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভ‚ইয়া। এসময় উপস্থিত ছিলেন পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর সহোদর ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, তাঁর কন্যা ড. নন্দিতা বিশ্বাস, ড. ঈশিতা বিশ্বাস, ভাতিজি ডা. জয়িতা বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, পানিসম্পদ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম, মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রসনজিৎ দাস, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সুত্রধর, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আমিনুল ইসলাম ও ড. তিলক কুমার দাস, ডেপুটি রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম, উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান, প্রোগ্রামার শামীম মাহমুদ, সহকারী রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলাম ও মো. জোবায়ের হোসেন, জনসংযোগ কর্মকর্তা আইদিত ইবনে মঞ্জু প্রমুুখ। বিজ্ঞপ্তি