বাঁশখালী প্রতিনিধি
দৈনিক পূর্বদেশ’র প্রতিষ্ঠাতা আলহাজ মাস্টার নজির আহমদের দ্বিতীয় পুত্র, সাবেক এমপি আলহাজ মুজিবুর রহমান সিআইপির মেজ ভাই স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক মাওলানা মুফিজুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টায় নাপোড়া মাস্টার নজির আহমদ কলেজ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন চাম্বল বড় মাদ্রাসার পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল।
জানাজায় বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সরকার মনোনীত বিজিএমইএ সহ-সহায়ক ও ক্লিফটন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক বিজিএমইএ পরিচালক ও ম্যালো ফ্যাশন লি. এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ মনসুর, রিটজী গ্রুপের পরিচালক ও বিকেএমইএ পরিচালক মির্জা আকবর আলী চৌধুরী, ওরেন্জ এ্যাপারেল লি. এর চেয়ারম্যান মোর্শেদ কাদের, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান বশির উদ্দিন আহমদসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
গত শনিবার রাত ১১টার দিকে মাওলানা মুফিজুর রহমান ইন্তেকাল করেন। উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও ফুঁসফুসের জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে মাওলানা মুফিজুর রহমান স্ত্রী, ৩ মেয়ে, এক ছেলে, ৬ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মাওলানা মুফিজুর রহমানের ইন্তেকালে বাঁশখালী প্রেসক্লাব, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কওমী মাদ্রাসা সংস্থাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে শোক প্রকাশ করা হয়। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি