স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের ঘটনায় মামলা

1

সীতাকুন্ড প্রতিনিধি

সীতাকুন্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কলিম উদ্দিন খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতদের মা। গতকাল শুক্রবার নিহতদের মা বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে এজাহারনামীয় সাত জন এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে। তবে তদন্তের স্বার্থে পুলিশ নামগুলো জানাতে অপারগতা প্রকাশ করেছে।
এসব বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘নিহত কলিম উদ্দিনের মা বাদী হয়ে থানায় নাম উল্লেখ করে সাত জনকে আসামি করেছে। একই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করেছে আরো ১০ থেকে ১৫ জনকে। তদন্তের স্বার্থে আমরা আসামিদের নামগুলো জানাতে পারছি না। এই মামলায় আমরা কোনো আসামি গ্রেপ্তার করতে না পারলেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি’।
প্রসঙ্গত, গত বুধবার রাতে বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট বাজারে বিএনপি নেতা-কর্মীরা আসন্ন গরু বাজার নিয়ে একটি বৈঠকে মিলিত হন। বৈঠক চলাকালীন সময়ে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাহিরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা কলিম উদ্দিনকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।