স্বামী পরমানন্দ মহারাজের আবির্ভাব দিবস উদযাপিত

201

শ্রীমৎ স্বামী পরমানন্দ মহারাজের ৬৫তম আবির্ভাব দিবস উপলক্ষে স্বামী পরমানন্দ বেদান্ত ভাবনা কেন্দ্র, বাংলাদেশের উদ্যোগে আবির্ভাব উৎসব গত ২৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। লায়ন বাসুদেব সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে আশীর্বাদ বাণী প্রদান করেন প্রব্রাজিকা আনন্দপ্রাণা (প্রণতি মা), উদ্ধোধক ছিলেন স্বামী পরমানন্দ বেদান্ত ভাবনা কেন্দ্র, বাংলাদেশ এর সমন্বয়কারী ও প্রশাসনিক ট্রাইব্যুনালের পি.পি. এডভোকেট কানু রাম শর্ম্মা। কেন্দ্রীয় যুগ্ন সমন্বয়কারী জয়দীপ চক্রবর্ত্তীর সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল আনন্দ মোহন দত্ত, সারদা সংঘের সভানেত্রী অধ্যক্ষ রীতা দত্ত, চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি এড.কেশব চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক এড. প্রণব মজুমদার, কর আইনজীবী সনাতনী পরিষদের সভাপতি লায়ন তপন দত্ত, বাংলাদেশ সনাতনী সমন্বয় ফোরামের সভাপতি ডাঃ নেপাল দাশগুপ্ত, সাংবাদিক কিরণ শর্ম্মা, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র দাশ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী শিক্ষক সুমন চক্রবর্ত্তী, সাংবাদিক হারাধন চৌধুরী, কর আইনজীবী রাজন দাশ, শুকদেব সাহা, অধ্যাপক প্রণব মল্লিক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা সানু মজুমদার, অসীম দে, বিশ্বজিত চক্রবর্ত্তী, এড.রঘুমনি, এড.লিটন বিশ্বাস প্রমূখ। বিজ্ঞপ্তি