পরমহংস শ্রীমৎ স্বামী গিরিজানন্দ গিরি মহারাজের (বালক বাবা) স্মরণমানস উপলক্ষ্যে ধর্মসম্মেলন, ভক্তিমূলক গান, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, গুরুপূজা ও মহানাম সংকীর্ত্তন গত ১৩ ও ১৪ মার্চ বাঁশখালীর কালীপুর রুদ্রপল্লীতে বালক সেবক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়। পৌরহিত্য করেন অজিত চক্রবর্ত্তী। উদ্বোধক ছিলেন কালীপুর শিবমন্দির পরিচালনা কমিটির সভাপতি ড.অজিত কুমার রুদ্র। ১ম দিন ধর্মসম্মেলনে প্রধান বক্তা ছিলেন সীতাকুন্ড ভোলানন্দ গিরি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সমির রুদ্র। ধর্মীয় বক্তা ছিলেন লেখক ও শিক্ষক অনাথ বন্ধু রুদ্র, কেন্দ্রীয় বেদান্ত মিলন আশ্রমের সভাপতি কবির প্রসাদ ভাওয়াল, সম্পাদক রাজীব প্রসাদ দাশ, ব্যাংকার রাখাল রুদ্র। অতিথি ছিলেন কালীপুর ইউপি সদস্য মো. লোকমান, সাবেক ইউপি সদস্য ইন্দুভূষণ রুদ্র, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিলীপ কুমার দত্ত, কালীপুর শিবমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা গিরিপতি রুদ্র, রুপা সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান সুহৃদ কুমার রুদ্র, সাংগঠনিক সম্পাদক প্রবীর কান্তি পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিধান কান্তি দত্ত, হরিধন রুদ্র ও আশ্রমের ভূমিদাতা বাবুল রুদ্র। ধর্মসভায় সভাপতিত্ব করেন উৎসবের সভাপতি ব্যাংকার অমল রুদ্র রিংকু। স্বাগত বক্তব্য দেন নার্সিং কলেজের প্রভাষক সন্তোষ কুমার রুদ্র এবং কালীপুর গীতা সংঘের সভাপতি দীপংকর রুদ্র লিটন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বেদান্ত মিলন আশ্রমের প্রধান সমন্বয়কারী সুরণজিত রুদ্র, মহোৎসব উদ্যাপন পরিষদের সম্পাদক সুধীর রুদ্র, শিক্ষক রুপক রুদ্র, ব্যাংকার শুভজিত রুদ্র ও বিউটি পাল। বিজ্ঞপ্তি