স্বামী অদ্বৈতানন্দ পুরীর তিরোভাব উৎসবের সমাপনী কাল

1

নন্দনকানন তুলসীধামে গত ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে শিবকল্পতরু স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৫৯তম তিরোভাব উৎসব। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপানন্দ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে প্রথমদিন সাধু সম্মেলন অনুষ্ঠিত হয়। ২য় দিন ১৫ এপ্রিল মঙ্গলারতি ও মধুসূদন স্তুতি, বেদমন্ত্র পাঠ, ধ্বজা উত্তোলন, জগদগুরুর অর্চনা, মহাসমাধিপীঠে গীতা ও চন্ডীপাঠ, পুষ্পাঞ্জলি প্রদান, পঞ্চাঙ্গ স্বস্ত্যয়ন ও শ্রীপদে তুলসীদান, সমবেত উপাসনা, অদ্বৈত-অচ্যুত গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের গুরু মহারাজের গ্রন্থ পাঠ, অদ্বৈত-অচ্যুত শিল্পীগোষ্ঠীর ভজন ও মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়। ৪ দিনব্যাপী অনুষ্ঠানের ৩য় দিন আজ ১৬ এপ্রিল ব্রাহ্মমুহূর্ত থেকে অহোরাত্র নাম সংকীর্তন, দীক্ষাদান, অদ্বৈত-অচ্যুত চিকিৎসক ফোরামের বিনামূল্যে চিকিৎসাসেবা ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। কাল ১৭ এপ্রিল মহানামযজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হবে। উৎসবে সবার উপস্থিতি কামনা করেছেন অনুষ্ঠান পরিনচালনা কমিটির সভাপতি হরিশংকর ধর, সাধারণ সম্পাদক জহরলাল দত্ত ও অর্থ সম্পাদক বিধান ধর। বিজ্ঞপ্তি