স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত স্বামী আটক

1

লোহাগাড়া প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছেন। গত বুধবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের বিমান বিল্ডিং সড়কের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। আহত হাসিনা বেগম (৩৮) সাতকানিয়া উপজেলার বাজালিয়া বদ্দ পাড়ার ফজল করিমের প্রথম স্ত্রী। ঘটনার পর ফজল করিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, আহতের মেয়ে মণিকা আক্তারের সাথে উপজেলার পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়া এলাকার প্রবাসী আরফাতুল ইসলামের বিয়ে হয়। তারা বর্তমানে উপজেলা সদরের বিমান বিল্ডিং সড়কের মোমেনা ভবনে ভাড়া বাসায় থাকেন। আহত হাসিনার স্বামী আরো ২টি বিয়ে করেছেন।এই নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে প্রায় দুই মাস আগে ছোট মেয়েকে সাথে নিয়ে বড় মেয়ের ভাড়া বাসায় ওঠেন।
এদিকে হাসিনা তার স্বামীকে তালাক দেয়ার প্রক্রিয়া শুরু করলে, বিষয়টি বুঝতে পেরে স্বামী ফজল করিম ঘটনার দিন বিকেল ৩ টায় মেয়ের বাসায় স্ত্রীর সাথে দেখা করতে যান। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে ছুরিকাঘাত করেন ফজল করিম। পরে আশেপাশের লোকজন আহত হাসিনা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতের মেয়ে মণিকা আক্তার জানান, সন্ধ্যায় তার ছোট বোনকে সাথে নিয়ে বাজার করতে বাসা থেকে বের হই। এ সময় বাসায় আমার মা-বাবা ছিলেন। বাজার শেষে বাসায় ঢুকার সময় দেখতে পাই আশেপাশের লোকজন মাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। বাবার বিয়ে করা নিয়ে মা-বাবার মধ্যে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলে আসছিল বলেও জানান তিনি।
গ্রেপ্তার ফজল করিম জানান, আমার স্ত্রী অনলাইন জুয়ায় আসক্ত, এছাড়া টিকটকও করেন। এসব এড়িয়ে চলতে তাকে একাধিকবার বলা হয়েছে। কিন্তু তার কথা কর্ণপাত না করায় এসব নিয়ে বাড়াবাড়ি হয়েছে। এক নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে স্ত্রীকে ছুরিকাঘাত করেছি।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত এক নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ওই নারীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী ফজল করিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।