চট্টগ্রাম চেস কোড একাডেমি আয়োজনে ও ডলফিন ক্লাব- ওয়াহাব ফাউন্ডেশন সহযোগিতায় ডলফিন- ওয়াহাব ফাউন্ডেশন স্বাধীনতা দিবস স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট- ২০২৫ এর ২য় রাউন্ড শেষে পুর্ন ২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ফিদে মাষ্টার আবদুল মালেক, দিব্য দাশ, আহমেদ মজুমদার, মুজিবুর রহমান, অভিক সরকার, রবিউল হোসেন, এম কে শাহীন ও দীপংকর চাকমা। গতকাল রবিবার অনুষ্ঠিত ২য় রাউন্ডের খেলায় মালেক-মারুফকে, দিব্য দাশ- মহসিনকে, মজুমদাব- নাজিফকে, মুজিবুর-প্রিমাকে, দীপংকর-মিশকাতকে, রবিউল-রুবেলকে, শাহীন- জাহাঙ্গীরকে, সুলতান-আবিদকে, কিশোর দত্ত-আয়ান জামানকে, মুসনাবিন-কামরুনেচ্ছাকে, সৈয়দ আয়ান- আফরাজকে, আয়লান-অরিত্রকে, আরিহান্ট-প্রঙ্ঘকে, ঈশান-রিক্তা সরকারকে ও অরিত্র বড়–য়া-সৃজনকে পরাজিত করে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ৭ দিন ব্যাপী সুইস লীগ পদ্ধতিতে ৭ রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে ৩০জন আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৩৬ জন দাবাড়– অংশগ্রহন করছে। টুর্নামেন্টে চীফ আরবিটার হিসেবে প্রকৌশলী এস এম তারেক ও ডেপুটি আরবিটার হিসেবে মহসিন জামাল পাপ্পু দায়িত্ব পালন করছেন। আজ সোমবার ৩য় রাউন্ডের খেলা যথাসময়ে দুপুর ১২ টায় শুরু হবে।