স্বাধীনতা দিবস উপলক্ষে আহমদিয়া করিমিয়া ছুন্নিয়া ফাযিল মাদ্রাসায় গত ১৪ মার্চ সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে কোতোয়ালী ব্লাড ব্যাংকের ব্যবস্থাপনায় ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রূপ নির্ণয় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন খতিবী উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এসময় ছাত্র-ছাত্রীদের ব্লাড গ্রূপ নির্ণয় এবং রক্তদানে উৎসাহকরণ নিয়ে মূখ্য আলোচনা করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লাইফ মেম্বার আলমগীর ইসলাম বঈদী। তিনি বলেন রক্তদানের মধ্যে দিয়ে আজকের স্বেচ্ছাসেবীরা সমাজের কল্যাণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেউ কেউ এগিয়ে যাওয়ার উৎসাহ আবার কেউ কেউ অনুপ্রেরণা পাচ্ছে। সমাজ পরিবর্তণের জন্য এসব ব্লাড ক্যাম্পিং (কোতোয়ালী ব্লাড ব্যাংক) সহায়ক ভূমিকা পালন করছে। এসময় কোতোয়ালী ব্লাড ব্যাংক’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতাউল মোস্তফা জামশেদ, হুমায়ন কবির, সিদরাতুল মুনতাহা, ইশান মাশরাফি, আবছার, সাদেক মিয়া, দাওলাতুল ইমলাম সাকলাইন প্রমূখ। মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিনিধিত্ব করেন মুহাম্মদ আব্দুল মুবিন প্রমুখ। বিজ্ঞপ্তি