স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের কর্মসূচি

19

৫০তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে খতমে কোরান, দোয়া, মিলাদ, ফল ও মাস্ক বিতরণ কর্মসূচি গত ২৫ মার্চ বুধবার সকালে চট্টগ্রাম নগরীর হযরত শাহ আমানত (রহ.) দরগাহস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানায় পালিত হয়। কর্মসূচিতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো: আবদুর রহিম, সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) মো: নিজাম উদ্দীন, ডা: মো: জামাল উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবদুর রহমান মামুন, জাবেদুল ইসলাম সিপন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক বোরহান উদ্দীন গিফারী, নিবার্হী সদস্য সুমন চৌধুরী ও রাশেদ মাহমুদ পিয়াস সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তি কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি